Hello dear visitor's!

How are you all, hope you are well.
My name is Creative Mahmud.
And it is my my YouTube channel blog site.
Here is I shear a video about YouTube community guidelines.
in this video I am talking about how to fix YouTube community guidelines strike and how to avoid breaking a community guidelines rules.
So watch this video for learning YouTube community guidelines in Bangla.....



Community Guidelines strikes are issued when our reviewers are notified of a policy violation of the rules for how to behave on YouTube, or the Community Guidelines.

Sometimes, content is removed for reasons other than Community Guidelines violations, such as a first-party privacy complaint or a court order. In these cases, the uploader won't get a strike.

1. Don't upload sexual video and content
প্লিজ আপনি আপনার ভিডিওতে কখনোই কোন সেক্সচুয়াল বিষয়বস্তু আনবেন না।
আপনার ভিডিওতে টাইটেল কি দিয়েছেন এবং আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এ কোন ধরনের সেক্সচুয়াল কনটেন্ট আছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন।
আপনার ভিডিওর থাম্বেলে পর্নোগ্রাফি আসতে পারবেনা।

2. Harmful and dangerous content
আপনার ভিডিওতে কখনোই এমন কোন বিষয়বস্তু রাখবেন না যেগুলো অন্য কোন মানুষের ক্ষতি হতে পারে।
যদি আপনার ভিডিওতে এমন কোনো বিষয়বস্তু ইউটিউব কর্তৃপক্ষ খুঁজে পায় যা থেকে ইউটিউব বোঝে যে আপনি অন্য কোন মানুষের ক্ষতি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাবেন।

2. Hateful content
আপনার ইউটিউব ভিডিওতে এরকম কোন ভিডিও রাখবেন না যে ভিডিও গুলো অন্য কোন মানুষ দেখে খারাপ ভাবে অথবা আপনাকে নিন্দা জানায়।
সাধারণত নিন্দনীয় বিষয়বস্তু গুলোকে ইউটিউব কর্তৃপক্ষ hateful content হিসেবে বিবেচিত করে থাকে।
তাই খুবই মার্জনীয় ভাবে ভিডিওগুলো তৈরি করুন, যেন অন্য কোন মানুষ আপনার ভিডিওগুলো পছন্দ না হলেও নিন্দা যেন না করে।

3. Harrassment content
সাধারণত ভিডিওতে যদি কাউকে হয়রানিমূলক কোন কার্যক্রম প্রকাশ পায় তাহলে ইউটিউব সেই ভিডিওকে হ্যারেজমেন্ট কনটেন্ট হিসেবে বিবেচিত করে থাকে।
তাই আপনি খেয়াল রাখবেন আপনি যদি নতুন ইউটিউবার হন, তবে অন্য কোন মানুষকে উদ্দেশ্য করে তাকে হয়রানিমূলক কোন ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন।
আপনি হয়তো ইউটিউবে দেখছেন যে অন্য কোন বড় ইউটিউবার অন্য কোন মানুষকে নিয়ে হয়রানীমূলক ভিডিও তৈরি করে থাকে, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হল যে, যে ইউটিউব একটি অন্য কোন মানুষকে হয়রানি মূলক ভিডিও তৈরি করছে সে কিন্তু অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে এবং তার সাবস্ক্রাইবার দুই লাখেরও বেশি হতে পারে।
কিন্তু আপনি কিন্তু একজন নতুন ইউটিউবার আপনার সাবস্ক্রাইবার হয়তো 10-15 জন হবে আপনি যদি এই অবস্থায় এই ধরনের ভিডিও গুলো আপলোড করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে মার্ক করে ফেলবে এবং আপনাকে স্ট্রাইক দিতে তারা বাধ্য হবে।
সাধারণত যারা ইউটিউবে অনেক উপরের লেভেলে চলে গিয়েছে তাদেরকে ইউটিউব কর্তৃপক্ষ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কম দিয়ে থাকে এবং তাদেরকে ইউটিউব কর্তৃপক্ষ কোমল দৃষ্টিতে দেখে।
তাই তারা ছোটখাটো ভুল করলেও তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইউটিউব দেখে।
কিন্তু আপনি যদি নতুন ইউটিউবে এসেই এই ধরনের ছোটখাটো ভুলগুলো করতে থাকেন তাহলে ইউটিউব আপনাকে ক্ষমা করবে না বরং আপনাকে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অপরাধী হিসেবে গণ্য করবে।

4. Spam or scammer related content
সাধারণত spam বলতে বুঝায় দুষ্টামি অথবা বান্দরামি করা। আর scammer বলতে বুঝায় যারা এই ধরনের ফাইজলামি করে থাকে।
আপনারা যারা বিভিন্ন ইউটিউব ভিডিওতে ফালতু কমেন্ট করেন অথবা sub me, sub for sub এই ধরনের কমেন্ট গুলো করে থাকেন তখন সেটা spam এ পরিণত হয়।
আর যারা এই ধরনের কমেন্ট গুলো করে থাকেন তাদেরকে ইউটিউব কর্তৃপক্ষ scammer হিসেবে গণ্য করে।
আপনারা যদি বাংলাতেও "সাব" অথবা "সাব মি" কথাগুলো লেখেন তা হলেও ইউটিউব কর্তৃপক্ষ আপনাদেরকে scammer হিসেবে গণ্য করে।
যদি ভাবেন ইউটিউব বাংলা বোঝেনা তাহলে আপনারা ভুল করবেন। ইউটিউব খুব ভালো হবেই বাংলা ভাষা বুঝতে পারে এবং আপনারা বাংলায় যে ফালতু কথা গুলো লেখেন সেগুলো ইউটিউব spam হিসেবে দেখে।
Spam করার মাধ্যমে আপনার নিজের চ্যানেলে যেমন ক্ষতি হয় তেমনি যার চ্যানেলে আপনি spam করছেন তার চ্যানেলের ও ক্ষতি হয়।
তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।

5. Threat related content
ইউটিউব কর্তৃপক্ষ যদি আপনার ভিডিওতে হুমকির প্রবণতা খুঁজে পায় তাহলে সেটা  threat related content হিসেবে গণ্য হয়।
তাই আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন খুব সতর্কতার সাথে দেবেন এবং ভিডিওতে এমন কোন বিষয়বস্তু রাখবেন না যেটা ইউটিউব কর্তৃপক্ষ হুমকির চোখে দেখে।

6. Copyright content
আপনি যদি আপনার ভিডিও অন্য কোন ভিডিওর কপি করে থাকেন তাহলে সেটা কপিরাইট হিসেবে গণ্য হবে।
আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন তারা অবশ্যই অন্য কোন ইউটিউবারের মোটিভেশনে ইউটিউবে এসেছেন।
আপনারা হয়তো চাইবেন আপনি আপনার গুরু ইউটিউবারের মত করে ভিডিও তৈরি করতে, এতে কোনো প্রবলেম নেই।
কিন্তু আপনি যদি আপনার গুরু ইউটিউবারের ভিডিও গুলো ডাউনলোড করে সরাসরি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে সেটা কপিরাইট হিসেবে গণ্য হবে।
আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অবশ্যই ইউটিউব অডিও অ্যালবাম থেকে সংগ্রহ করবেন। অথবা নন কপিরাইট অডিও অ্যালবাম থেকে অডিও গুলো সংগ্রহ করবেন। তানাহলে ব্যাকগ্রাউন্ড অডিওর জন্য আপনার ভিডিওটি কপিরাইট হিসেবে গণ্য হবে।
আপনার ভিডিও থাম্বেল গুগল থেকে ডাউনলোড করে দেবেন না।
গুগোল থেকে যদি ডাউনলোড করতে হয় তাহলে সেটাকে খুব ভালোভাবে এডিট করে দিবেন। তা না হলে থাম্বেল কপিরাইট হিসেবে গণ্য হবে।
আপনার ভিডিওর যে ট্যাগ গুলো রয়েছে, সেগুলো সরাসরি অন্য কোন ভিডিও ট্যাগ কপি করে দিবেন না। কপি করলেও সম্পূর্ণ না করে অল্প অল্প কপি করে দিবেন এবং কিছুটা নিজেও তৈরি করবেন।
ভিডিও ডিস্ক্রিপশন অন্য কোন ভিডিও থেকে কপি করে দিবেন না কিছুটা নিজে তৈরি করে দিবেন।

আপনার ভিডিও তো সব সময় আপনার দর্শকদের কে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভিডিওগুলো দেখে যদি দর্শক আনন্দিত হয় তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন।
সর্বদা দর্শকদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।
এবং দর্শকদের কমেন্টের ভিত্তিতে নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবেন।
এতে করে আপনার ভিডিওতে দর্শকদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে।
এবং আপনার ভিডিও কোয়ালিটি আগের থেকে অনেক ভাল হবে।

আশা করি বন্ধুরা উপরের বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইন্সট্যান্টলি রিপ্লাই করব।
এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।

ধন্যবাদ সকলকে।