Fiverr Marketplace : full deteils (What is Fiverr? What is the specialty of Fiber from other freelance marketplaces?)

***ফাইবার দিয়েই শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার***

What is the specialty of Fiber from other marketplaces


ফাইভার কি?

ফ্রিল্যান্সিং এ জন্য যতগুলো মার্কেট প্লেস তার মধ্যে ফাইভার অন্য রকম একটি মার্কেট প্লেস। এই ফ্রিল্যান্সিং মার্কেট নতুনদের জন্য অনেক ভাল। বলা যায় সবচেয়ে ভাল। এখানে কাজ করার ধরনটা অন্য জব মার্কেটের চেয়ে আলাদা। এখানে ছোট কাজের যেমন কাজ আছে তেমনি বড় বড় কাজও পাওয়া যায়। তবে অপেক্ষাকৃত ছোট কাজগুলো বেশি। যেহেতু এই সাইটটির নাম ফাইভার.কম আর সবনিম্ন কাজ ৫ ডলার অর্থাৎ ৫ ডলার দিয়ে শুরু তাই এই সাইটির নাম ফাইভার হতে পারে। ফাইভ থেকে ফাইভার হতে পারে। তবে যে কারণে বা যাই হউক না কেন নামের ইতিহাস এখানে সৃজনশীলতার সাথে কাজের অভিজ্ঞতা দিয়ে পরিশ্রম করে গেলে সকলতা পাওয়া যায়। ফাইভারের নিয়মকানুন ও পেমেন্ট পদ্ধতি, কাজ পাওয়ার সুবিধা সব দিক দিয়ে নতুন ফ্রিল্যান্সারদের জন্য উত্তম। ফাইভার থেকে উপার্জিত ডলার ব্যাংকে অথবা এটিএম বুথ থেকে তোলা যায়। অল্প সময়ে কাজ জানা ফ্রিল্যান্সারদের ভাল পরিিমাণ উপার্জন করা সম্ভব।
ফাইবার হল সেই মার্কেট প্লেস যেখানে ক্লায়েন্ট বা বায়ার ( যিনি কাজ করিয়ে থাকেন) আপনাকে খুজে নেবে। এখানে নিবন্ধ প্রক্রিয়া ফ্রি। এখানে আপনি জবে যেমন বিড করতে পারবেন তেমনি আপনার কাজে বর্ণনা দিয়ে গিগ তৈরি করে রাখতে পারবেন। এখানে জবে বিড করার প্রক্রিয়া অন্যসব ফ্রিল্যান্সার ওয়েবসাইটের মত নয়। এখানে বিড প্রক্রিয়া আপনার গিগ রিলেটেড হতে হবে। যেকোন জবে আপনি বিড করতে পারবেন না। আর সব ধরণের জব পোস্ট আপনি দেখতে পাবেন না। আপনার গিগ কিওয়ার্ড সাথে ম্যাচ করা জবগুলো আপনার প্রোপাইলে দেখা যাবে। এটিকে বলে বায়ার রিকোয়েস্ট। আপনার প্রোপাইলের গেলে অনেক অপশনের মাঝে একটি অপশন পাবেন বায়ার রিকোয়েস্ট। সেটিতে ক্লিক করলে আপনার গিগ রিলেটেড জব গুলো দেখাবে। এবং বায়ার রিকোয়েস্ট যতইগুলোই দেখা যায় না কেন আপনি একদিনে মোট ১০ জব রিকোয়েস্ট সেন্ট করতে পারবেন অথবা এপ্লাই করতে পারবেন এর বেশি না।

গিগ কি?

যথাযথ ভাবে ফাইভারের নিয়ম মেনে আপনার কাজের বর্ণনা দিয়ে পোস্ট আকারে লিখে রাখাকে গিগ বলে। আপনি যে কাজ পারেন সেই কাজের বর্ণনা লিখলেন। উদাহরণ স্বরূপ আপনি গ্রাফিক্স ডিজাইনার। আপনি লগো ডিজাইন পারেন। তাহলে আপনি লগো ডিজাইন নিয়ে কিছু কথা লিখলেন এবং আপনি কেমন ডিজাইন পারেন তার বর্ণনা দিলেন নিজের কাজ সম্পকে ভাল ভাল যা আপনার বেলায় সত্য সেগুলো লিখে রাখলেন। মোট কথা একজন কাজ দাতা বা বায়ার কেন আপনাকে কাজ দিবে তার প্রয়োজনীয়তা আপনি আপনার বর্ণনা খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। অনেকটা নিজের ঢোল নিজে পেটানোর মত। আর যদি আপনি এখানে আগে কাজ করে থাকেন তার কথা লিখলেন তবে নতুন অবস্থায়তো আগের কাজের বর্ণনা তো দেয়া সম্ভব নয় । তাই আপনা যতটুকু কাজ জানেন তার বর্ণনা দেয়াই শ্রেয়। এখানে আপনার জানা কাজ যেগুলো আপনি ডিজাইন করেছে তা আপলোড দেয়ার অপশনে দিয়ে দিতে হবে। আপনির গিগটি যদি হয় লগো ডিজাইন নিয়ে তাহলে আপনার ডিজাইনকৃত লগো সংযুক্ত করতে পারবেন। যা বায়ার দেখে আপনার কাজ বর্ণনা সম্পর্কের ভাল ধারণা পায়া সেরকম ইউনিক ডিজাইন দিতে পারেন। নতুন অবস্থা একজন ফ্রিল্যান্সার বা সেলার (ফাইভারে ফ্রিল্যান্সারদের সেলার বলে থাকে) ৭টি গিগ তৈরি করতে পারবে। সাত রকমের কাজের বর্ণনা দিয়ে ৭টি গিগ তৈরি করতে পারবেন। পুরাতনরা ২১টি গিগ পর্যন্ত তৈরি করতে পারে। আপনি কতগুলো কাজ ভালভাবে সম্পন্ন করেছেন তার উপর লেভেল দেয়া হয়ে থাকে।
অন্যান্য মার্কেটপ্লেসে যেমন আপনাকে কাজের জন্য বিড করতে হয় এবং যথেষ্ট প্রতিযোগিতা করতে হয়।। প্রতিবার কভার লেটার লেখতে হয়। প্রয়োজনীয় ফাইল আপলোড দিতে হয়। তারপর ক্লায়েন্টের ইন্টাভিউর জন্য বসে থাকতে হয়। ফাইবারে তেমনটা নেই। এখানে বায়ার আপনার গিগ ডিসক্রিপশন পড়ে তার যদি আপনার গিগ বা সারভিসটি পছন্দ হয় তাহলে সে অর্ডার করবে বা কিনবে। সেখানে সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাসেজ দিবে সেই অনুযায়ী আপনাকে বায়ারের কাজটি করে দিতে হবে। তবে বায়ার আপনার গিগের বাইরে কাজ চাইবে না। আপনি গিগে আপনার কাজে যে পরিধি উল্লেখ করবেন বায়ার তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। উদাহরণ হিসাবে বলা যায় যে- আপনি ৫ ডলারে একটি লগো ডিজাইন করে দিবেন, সেখানে বায়ার বা ক্লায়েন্ট আপনাকে ২টি লগো চাইতে পারবে না। যদি চায় সেটি আপনি অতিরিক্ত টাকা বা ডলার চার্জ করতে পারবেন। সেটিকে বলে কাস্টম অর্ডার । কাস্টম অর্ডারের মাধ্যমে আপনি ৫ ডলারের একটি কাজকে প্রয়োজন মত বাড়িয়ে নিতে পারবেন বায়ারের সাথে কথোপকথনের মাধ্যেমে।
প্রথমে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে ভাল ভাবে ধারণা নিতে হবে। তাদের নীতিমালা পড়ে ভালভাবে বুঝে কাজ করলে তেমন অসুবিধা হয় না। নিয়মঅনুযায়ী একজন ব্যক্তি একটি একাউন্ট তৈরি করতে পারবে। এবং সবসময় উক্ত একাউন্ট একটি ল্যাপটপ থেকে লগিন করতে হবে। একাধিক কম্পিউটার থেকে একটি একাউন্ট চালানো যাবে যদি ঐ ডিভাইসগুলো থেকে আর কোন একাউন্ট তৈরি করা না হয়ে থাকে। মোটকথা একটি একাউন্ট এক বা একাধিক কম্পিউটার থেকে লগিন করা যাবে তবে এক কম্পিউটার থেকে একাধিক একাউন্ট লগিন করা যাবে না। এটি ফাইভারসহ সকল ফ্রিল্যান্সিং সাইটগলোর নিয়ম। কোন রকম ডুপ্লিকেসি বা স্প্যামিং করলে একাউন্ট সাময়িক থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। যেকোন ফ্রিল্যান্সিং সাইট বা জব মারকেট সম্পর্কে ভালাবে জানুন তার পর প্রোপাইল তৈরি করুন এবং কাজ করুন।

ফাইভারে এখনি একাউন্ট তৈরী করতে ভিজিট করুনঃ https://fiverr.com

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ