Make high quality QR code for your YouTube channel

Make high quality QR code for your YouTube channel.



হ্যালো বন্ধুরা Creator Academy (Bengali) ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম।

আজকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, পার্সোনাল কোম্পানির জন্য অথবা আপনার কোন ধরনের তথ্য মানুষকে জানানোর জন্য একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল QR code তৈরি করতে পারবেন।
পাশাপাশি আপনি, এই কিউআর কোড গুলো Fiverr এ বিক্রি করার মাধ্যমে 5 থেকে 10 ডলার ইনকাম করতে পারবেন।

উপরের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়বস্তু দেখিয়ে দিয়েছি তবুও যেহেতু আমি এখন আর্টিকেল করে লিখছি তো সে ক্ষেত্রে আপনাদের কে আমি আর্টিকেল আকারে বুঝিয়ে দিচ্ছি।

কিউআর কোড তৈরি করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেগুলোর মধ্যে অনেকগুলো আছে আনপ্রফেশনাল আবার অনেকগুলো আছে ফেইক।

তবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই।আমি রিচার্জ করে সবচাইতে বেস্ট এবং সবচাইতে প্রফেশনাল একটা কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করতেছি।
এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারবেন নিজের জন্য অথবা আপনি এগুলো বিক্রি করতে পারবেন 5 থেকে 10 ডলারে।

ওয়েবসাইটটির নাম হল Rcode monkey.


কিভাবে তৈরি করবেন?

ওয়েবসাইটটিতে ভিজিট করার পর সবার শুরুতে দেখতে পাবেন নেভিগেশন আকারে অনেকগুলো ট্যাব আছে যেমন: URL, Vcard, Message, YouTube ইত্যাদি।

আপনি যে বিষয়বস্তু আপনার QR code এ রাখতে চাচ্ছেন সেটা ওই ট্যাবগুলোর ভেতর থেকে সিলেক্ট করবেন।

তারপর যে ধরনের তথ্য ওয়েবসাইট আপনার কাছ থেকে চাচ্ছে সেগুলো প্রদান করুন।

তারপর নিজের পছন্দমত কিউআর কোডটি ডিজাইন করে ডাউনলোড করে নিন।

এই ছোট্ট একটা বিশেষ দিক হচ্ছে আপনি যে কোন ফরমেটে আপনার কিউআর কোড ডাউনলোড করতে পারবেন। যেমন: PDF, SVG, PNG  এর ফলে আপনি আপনার তৈরীকৃত কি বার করতে খুবই সহজে প্রিন্ট করে বের করতে পারবেন।

আশাকরি পদ্ধতিটি আপনার উপকারে এসেছে। আসলে লিখে সবটা সম্পূর্ণ ভাবে বোঝানো সম্ভব হয় না। তাই বিস্তারিতভাবে বুঝতে অবশ্যই ভিডিওটি দেখবেন।
ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. If you're trying to lose pounds then you certainly have to get on this brand new custom keto meal plan diet.

    To design this keto diet service, certified nutritionists, fitness couches, and professional chefs united to develop keto meal plans that are effective, convenient, money-efficient, and satisfying.

    From their launch in early 2019, 100's of individuals have already completely transformed their figure and well-being with the benefits a good keto meal plan diet can provide.

    Speaking of benefits: in this link, you'll discover eight scientifically-certified ones offered by the keto meal plan diet.

    উত্তরমুছুন