নিজের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করুন গুগল এডসেন্স ছাড়া সম্পূর্ণ ফ্রিতে।
আসসালামু আলাইকুম।
অনেকেই নিজেদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অপশনটি এনাবল করতে পারেন না।
এটির মূল কারণ হলো যথেষ্ট পরিমাণ ধৈর্য না থাকা।
আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয়বস্তু নিয়ে কথা বলব, যে বিষয়টি জানার পর আপনি হয়তো আপনার ওয়েবসাইটটি বা আপনার ইউটিউব চ্যানেলটি এখনই মনিটাইজ করে ফেলতে পারবেন এবং ধীরে ধীরে ভালো মানের একটা ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারবেন।
আপনারা কি জানেন গুগল অ্যাডসেন্স ছাড়াই মনিটাইজেশন এনাবেল করা যায়?
হয়তো বিষয়টি আপনার জানা ছিল না। আপনি যদি এখনই একটা ওয়েবসাইট একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন সাথে সাথেই আপনি আপনার মনিটাইজেশন অপশনটি এনাবল করে ফেলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে না কোন গুগল এডসেন্সের।
এটি আপনি করতে পারেন Google AdSense Alternative এর সাহায্যে।
এখন প্রশ্ন আসতে পারে Google AdSense Alternative টা আসলে কি?
Google AdSense Alternative হলো এমন এক ধরনের সফটওয়্যার বা এমন এক ধরনের সংগঠন যারা Google AdSense এর মত কাজ করে।
অর্থাৎ Google AdSense যেমন আপনার ওয়েবসাইটে বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে Ad বসানোর মাধ্যমে তারা নিজেরা ইনকাম করে এবং তার একটা পার্সেন্টেজ আপনাকে প্রদান করে, ঠিক তেমনি Google AdSense Alternative আপনার ওয়েবসাইটে বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বিভিন্ন কোম্পানির Ad প্রদান করবে এবং তা থেকে তারা একটা পরিমাণ টাকা ইনকাম করবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে।
আরেকটু সহজভাবে যদি বলি, আপনার ভিডিওতে বা আপনার ওয়েবসাইটে Ad বসানোর ফলে যে পরিমাণ টাকা Google AdSense Alternative ইনকাম করবে তার 60% অথবা 70% আপনাকে দিবে এবং বাকি অংশ তারা নিজেরা মুনাফা নিবে।
হয়তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।
এই ধরনের সংগঠনগুলোকে ইউটিউব চ্যানেলের জন্য MCN এবং ওয়েবসাইটের জন্য Google AdSense Alternative বলা হয়ে থাকে।
আজকে আমি ৫টি MCN ও ৫টি Google AdSense Alternative নিয়ে আলোচনা করব, যে গুলোর মধ্যে কয়েকটার সাহায্যে ফ্রিতে আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটির মনিটাইজেশন এনাবেল করে ফেলতে পারবেন।
তো চলুন শুরু করা যাক...!
তো চলুন শুরু করা যাক...!
Only For Website & Blog
media.net হচ্ছে Yahoo & Bing এর একটি প্ল্যাটফর্ম। আপনার ওয়েবসাইটে যদি তুলনামূলকভাবে US,UK থেকে বেশি পরিমান ভিজিটর আসে তাহলে আপনি খুবই সহজে এই সাইটটির সাহায্যে মনিটাইজেশন এনাবেল করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ কনটেন্ট 100% আপনার এবং সম্পূর্ণ লেখা ইংরেজিতে হতে হবে।
এই সাইটটির একটি বিশেষ সুবিধা হচ্ছে এই সাইটটি আপনাকে প্রতি মাসে আপনার সর্বমোট ইনকামের 10% এক্সট্রা দিবে।
এই সাইট থেকে আপনি সর্বনিম্ন $100 withdraw করতে পারবেন।
এই সাইটটি হল ফেসবুকের একটি সাইট। আপনার ওয়েবসাইটের আন্ডার যদি ফেসবুকে একটা ভালো মানের পেজ থাকে এবং সেই পেজে যদি খুব ভালো মানের এমাউন্টের ফলোয়ার থাকে তাহলে আপনি এই সাইটটি দ্বারা খুব বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।
এই সাইটটির বিশেষ সুবিধা হচ্ছে, আপনি অন্য যে কোন প্রকার এড নেটওয়ার্ক এর উপরে Facebook instant article এর Ad বসাতে পারবেন।
এই সাইটটি সর্বনিম্ন Withdrawal limit হচ্ছে $100.
এই সাইটটির একটি বিশেষ গুণ হচ্ছে Ad দেয়ার জন্য আপনার ওয়েবসাইটের কোন জায়গা দখল করবে না। আপনার ওয়েবসাইটের আর্টিকেল এর ভিতরেই এই সাইটটি এড প্রদান করবে।
আপনি যদি একেবারে নতুন একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন এবং ভিজিটর যদি খুবই কম থাকে তাহলে এই সেট এর সাহায্যে খুবই দ্রুত আপনার ওয়েবসাইটটি মনিটাইজ করতে পারবেন।
এই সাইটটির বিশেষ সুবিধা হচ্ছে, আপনি অন্য যে কোন প্রকার এড নেটওয়ার্ক এর উপরে Facebook instant article এর Ad বসাতে পারবেন।
এই সাইটটি সর্বনিম্ন Withdrawal limit হচ্ছে $100.
এই সাইটটির একটি বিশেষ গুণ হচ্ছে Ad দেয়ার জন্য আপনার ওয়েবসাইটের কোন জায়গা দখল করবে না। আপনার ওয়েবসাইটের আর্টিকেল এর ভিতরেই এই সাইটটি এড প্রদান করবে।
যার ফলে ভিজিটর আপনার ওয়েব সাইটে অ্যাড দেখতে পাবেনা কিন্তু এডে ক্লিক করে যাবে। যার ফলে আপনার ইনকাম বেশি হবে।
এই সাইটটি High Traffic এ ভালো কাজ করে।
আপনি যদি একেবারে নতুন একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন এবং ভিজিটর যদি খুবই কম থাকে তাহলে এই সেট এর সাহায্যে খুবই দ্রুত আপনার ওয়েবসাইটটি মনিটাইজ করতে পারবেন।
এই সাইটটির মিনিমাম Withdraw limit হচ্ছে:-
- PayPal - $50
- Payoneer - $100
- Bank Withdraw - $5
নতুনদের জন্য এই সাইটটি সব থেকে বেশি জনপ্রিয়। অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে কখনোই Google AdSense approval পাওয়া যায় না, যেমনঃ-
- Movie download website
- Adult website
- Copyrighted website
- Community guideline breaking website
কিন্তু Pop Ads এইধরনের ওয়েবসাইটে সব থেকে বেশী Ads দিয়ে থাকে।
এবং অনেক বড় বড় ওয়েবসাইট যেগুলো গুগল অ্যাডসেন্স এপ্রুভাল পায়না তারা এই সাইটের সাহায্যে নিজেদের ওয়েবসাইট থেকে ইনকাম করে।
এই সাইটটি খুবই জনপ্রিয় এবং YouTube certified. তবে এই সাইটটি থেকে আপনারা একেবারে নতুন চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না।
আপনার চ্যানেলে যদি perday: 500 view থাকে তবেই আপনার চ্যানেলটি অ্যাপ্রুভ হবে।
এই সাইটটিতে কোনো Locking period নেই। এই সাইটটি Total Revenue শেয়ার করে 30%-70%.
এর অর্থ হল আপনার সর্বমোট ইনকামের 30% সাইটটি মুনাফা নিয়ে নিবে এবং বাকি 70% আপনাকে প্রদান করা হবে।
এই সাইটটি শুধু PayPal এর সাহায্যে পেমেন্ট দিয়ে থাকে।
এই সাইটটির সাহায্যে একেবারে নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ করা সম্ভব।
এই সাইটটিতে কোনো Minimum View এর প্রয়োজন নেই। এবং সাইটটিতে কোনো Locking period নেই।
এই সাইটটি Total Revenue Share করবে 40%-60% .
এবং এই সাইটটি পেমেন্ট দিয়ে থাকে শুধুমাত্র PayPal এর সাহায্যে।
এই সাইটটিতে কাজ করতে কনো ধরনের ভিউ এর প্রয়োজন হবে না। কিন্তু এই সাইটটির locking period মিনিমাম ৩ মাস। এবং পেপাল এর সাহায্যে উইথড্র করা যাবে।
এই সাইটটিতে কাজ করতে কনো ধরনের ভিউ এর প্রয়োজন হবে না। কিন্তু এই সাইটটির locking period মিনিমাম ৩ মাস। এবং পেপাল এর সাহায্যে উইথড্র করা যাবে।
0 মন্তব্যসমূহ