Authentic Digital Bangla যা বাংলাদেশে অল্প সময়ে জনোপ্রিয় হয়ে ওঠা একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম।
বর্তমানে এদের এমপ্লোইর সংখ্যা প্রায় লক্ষ ছারিয়েছে, সুযোগ করে দিয়েছে দেশের হাজারো মানুষের মাসিক ইনকামের পাশাপাশি বারতি আয়ের। নিম্নে কোম্পানির বেপারে বিস্তারিত আলোচনা করা হলোঃ
What is Authentic Digital Bangla?
Authentic Digital Bangla -র মাধ্যমে আপনারা এড দেখে ও কাউকে রেফার করে ইনকাম করতে পারবেন।
কীভাবে কাজ করবেন?
Authentic Digital Bangla তে কাজ করতে হলে প্রথমে আপনার একটি Authentic Digital Bangla তে একাউন্ট থাকতে হবে। Authentic Digital Bangla তে দুই ধরনের একাউন্ট তৈরী করা যায়ঃ
Genaral Account
Exicutive Account
What is Genaral Account?
Genaral Account হচ্ছে ফ্রী একাউন্ট যা খুলতে কোনো টাকা লাগে না। তবে Genaral Account -এ রয়েছে কিছু Restriction। আপনি যদি ফ্রীতে একটি Genaral Account তৈরী করেন সেক্ষেত্রে আপনি পাবেন না কোন রেফার আইডি। যার ফলে আপনি কাউকে রেফার করতে পারবেন না। এক্ষেত্রে আপনার ইনকাম হবে শুধু এড দেখে। আপনি যদি শুধু এডের উপরে নির্ভরশীল হন তাহলে আপনার ডেইলি ইনকাম হবে মাত্র ৫ পয়েন্ট, যার পরিমান হলো ৫ টাকা। তবে আপনি চাইলে যেকোনো সময়ে কোম্পানীর মার্চেন্ট একাউন্টে ১০০০ টাকা পেমেন্টের মাধ্যমে আপনার Genaral Account -টিকে Exicutive Account -এ রুপান্তর করতে পারেন। তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ইউনিক একটি রেফার আইডি, যেমনঃ E_DJ837W
প্রতিটি রেফারে আপনি পাবেন ৫০০ টাকা বোনাস।
What is Exicutive Account?
Exicutive Account একাউন্ট হচ্ছে একটি পেইড একাউন্ট যে একাউন্ট টি খুলতে আপনার কোম্পানির মার্চেন্ট বিকাশ নাম্বারে ১০০০ টাকা বিকাশ থেকে পেমেন্ট করতে হবে।
Exicutive Account খোলার পদ্ধতিঃ
১। একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে Authentic Digital Bangla এর অফিসিয়াল ওয়েব সাইট www.authenticdigitalbangla.com এ ভিজিট করতে হবে।
২। রেজিস্টার অপশন টি সিলেক্ট করতে হবে।
৩। Executive Member অপশন টি সিলেক্ট করতে হবে।
৪। উপরের বিকাশ মার্চেন্ট নম্বরে ১০০০ টাকা বিকাশের পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে।
৫। এই ফর্মে আপনার নাম এবং প্রজনীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। রেফারেন্স আইডির স্থানে E_DJ837W এই আইডি টা দিতে হবে, এবং Plecement এর স্থানের কোড টা নেয়ার জন্য ফোন করতে হবে 1881835612 এই নম্বরে (ফোনের মাধ্যমে Placement Refarence কোডটা বলে দেয়া হবে।)
৭। সর্বশেষে Registration বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে।
সফল ভাবে সাইন আপ হওয়ার পরে আপনার দেয়া নাম্বারে একটি ওয়েলকাম মেসেজ পাঠানো হবে।
Genarel Account খোলার ও একই পদ্ধতি শুধু Genaral একাউন্ট খোলার জন্য Transection id ও Refarence id দেয়ার প্রয়োজন হয় না।
একাঊন্ট সফল ভাবে তৈরী হয়ে গেলে লগ ইন অপশন এ গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করূন এবং বিজ্ঞাপন দেখা শুরু করে দিন।
ধন্যবাদ ।
যারা Authentic Digital Bangla সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তারা আমার ট্রেনিং এবং বিজনেস প্ল্যান এর ভিডিওটা দেখতে পারেন। তাই ভিডিও টা দিয়ে দিলাম👇
4 মন্তব্যসমূহ
আমি আমার আইডি লগইন করতে পারছি না
উত্তরমুছুনআমি আমার আইডি লগইন করতে পারছি
মুছুনLimon das
মুছুনId Login hoyna ken..
উত্তরমুছুন