Vivio V20 SE price in Bangladesh | কেনা কি ঠিক হবে? | Vivo latest mobile in Bangladesh

 

বরাবরই Vivo আমাদের জন্য খুব সুন্দর সুন্দর মডেলের এবং ডিজাইন এর ফোন নিয়ে আসে।

বরাবরের মতো এবারও নিয়ে এসেছে Vivo আমাদের জন্য Vivo V20 SE এই মডেলের ফোনটি। ফোনটি লঞ্চ হয়েছে 13 অক্টোবর 2020 এ।

ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকছে আজকের আর্টিকেলে। ফোনটি কেমন হবে, কাদের জন্য কেনা ভাল হবে, ফোনটি ইউজ করে কি ধরনের পারফরম্যান্স পাওয়া যাবে সব কিছু থাকছে আজকের আলোচনায়।



তো, প্রথমে ছোট্ট করে ফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Display:

ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে Super Amoled 6.44 inch একটি ডিসপ্লে। এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ডিসপ্লেটির Ratio হচ্ছে 20:9 

Configuration:

  • Ram 8GB
  • Rom 128GB

Processor:

  • Qualcomm Snapdragon 720G

Back Camera:

  • 64 megapixel primary camera
  • 8 megapixel ultra wide lens
  • 2 megapixel depth sensor

Front Camera:

  • 32 megapixel

Battery:

  • 4100 mAh non removable battery with 33 watt flash charger type C

Android Version:

  • Funtouch 11 based on Android 10.

ফোনটির built-in কোয়ালিটির কথা যদি বলা হয় তাহলে বলতে হয় কোনটির দেখতে এবং এর কোয়ালিটি অসাধারণ।

এককথায় হাতে নিল চোখে পড়ার মতো। ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা যার কনফিগারেশন উপরে উল্লেখ করে দেওয়া হয়েছে।

ফোনটির ডিসপ্লে বড় হওয়ার কারণে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স খুবই ভালো পাওয়া যাবে। তাছাড়া ব্রাইটনেস ভালো হওয়ার কারণে লো লাইট এবং হাইলাইটে ব্রাইটনেস রিলেটেড প্রবলেম হবেনা। Qualcomm Snapdragon 720G প্রসেসর কার কারনে গামিং এক্সপেরিয়েন্স খুবই ভাল পাবেন। 

তাছাড়া মাল্টিমিডিয়া টাস্কিং, ডে টু ডে নিউজ অসাধারণ পারফরম্যান্স পাবেন। এক কথায় বলা যেতে পারে বাজেট অনুযায়ী সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যাবে এই ফোনটি দিয়ে।

যেসব জিনিস ভালো লাগেনি:

ফোনটি আসলে এতটাই অস্থির যে কারণে ভালো না লাগার কারণগুলো বলা খুবই দুষ্কর। তবু আমার ফোনের একটা জিনিস ভালো লাগেনি, তা হলো এর ব্যাটারি। ফোনটির ডিসপ্লে এবং কনফিগারেশন এতটাই হাই যার তুলনায় ব্যাটারি পাওয়ার আমার কাছে খুবই লো মনে হয়েছে।

বর্তমান মার্কেটে 5000 mAh - 6000mAh ব্যাটারির ফোন চালিয়ে সবাই অভ্যস্ত। এই বাজারে 4100 mAh ব্যাটারি আমার কাছে খুবই কম মনে হয়েছে। বিশেষ করে এর হাই কোয়ালিটি ডিসপ্লে স্পেসিফিকেশন প্রচুর পরিমাণে চার্জ খরচ করবে। তাই আমার মনে হয় ব্যাটারিটা 6000 mAh দিলে ভালো হতো।

তবুও আপনি এর ব্যাটারি দিয়ে সম্পূর্ণ একদিন খুব ইজিলি পার করে দিতে পারবেন।

ফোনটির বাংলাদেশের দাম ৳26990 টাকার আশেপাশে।


All photo credit by GSM Arena

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ