ফেইসবুক এ আপনার ওয়েবসাইট এর লিংক শেয়ার করতে পারছেন না?
আসসালামু আলাইকুম।
আমি মাহমুদুল হাসান Creator Academy ব্লগ সাইট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে।
আজকে আমরা আলোচনা করব ফেইসবুক ইউ আর এল ব্লক নিয়ে বা ফেইসবুক লিংক ব্লক নিয়ে।
অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট এর লিংক যখন ফেসবুকে শেয়ার করি তখন সেটা আমরা শেয়ার করতে পারিনা।
এই সমস্যাটা মূলত স্পামিং এর কারণে হয়ে থাকে। ফেসবুকে যখন কোন একটা লিংক বারবার শেয়ার করা হয় এবং তাদের কমিউনিটি রুলস না মেনে শেয়ার করা হয় তখন এই সমস্যাটি হয়ে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি হয় যদি আপনি কমিউনিটি রুলস বহির্ভূত কোন ওয়েবসাইটের লিংক ফেসবুকে বারংবার শেয়ার করেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ওয়েবসাইট বা কমিউনিটি রুলস বহির্ভূত নয় এমন ওয়েবসাইটের লিংক ও আমরা শেয়ার করতে পারিনা। ফেইসবুক আমাদের স্পামিং এর চোখে দেখে।
আজকে আমি কথা বলব এই সমস্যাটা কি হবে আপনি দূর করবেন।
Facebook Sharing Debugger সাইটে ভিজিট করুন।এবার আপনার লিংকটি দিয়ে Debugg বাটনে ক্লিক.
যদি আপনার সাইটটি ফেইসবুক ব্লক করে দিয়ে থাকে তাহলে আপনার সাইটটি ফেসবুক Debugg করবে না।
এক্ষেত্রে আপনি তার ঠিক নিচেই let us know নামের একটি অপশন পাবেন সেখানে একটা ক্লিক করবেন।
তারপর নিম্নোক্ত মেসেজটি সেখানে সেন্ড করবেন।
Good day Facebook!
With all due respect, I would like to inform you about my website URL https://www.yourdomain.com which i think was false fully blocked on Facebook; I was dumbfounded when my web visitor informed me that he was unable to share my website link on Facebook. On hearing this, as though i am panicking i quickly logged in to Facebook to confirm only to find out that i have also been blocked from sharing my website link on my Facebook News feed and timeline.
I am convinced that i didn't go against your policies. But i sincerely apologize if I have broken Facebook policy by error.
Please kindly accept my humble request to unblock my Website https://www.yourdomain.com Kind Regards as you continue to strengthen Facebook security and making it a safer place for us all.
Page: Facebook Page
URL: https://www.yourdomain.com
Many Thanks
এখানে yourdomain এর জায়গায় আপনার ব্লক হয়ে যাওয়া লিংকটি বা ডোমেইনটি দিবেন।
এই লিখাটা দিনে কমপক্ষে দুই বার দিন। এরোকম ৫-৭ দিন করলে আপনার url আনব্লক হয়ে যাবে

0 মন্তব্যসমূহ