YOUTUBE LATEST UPDATE 2020: COVID-19

YouTube letest update March 2020: COVID-19

YOUTUBE LATEST UPDATE 2020: COVID-19

হ্যালো!
সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ পোস্ট।

আপনারা জানেন করোনাভাইরাস এর কারণে আমাদের দেশের এবং বিশ্বের সমস্ত দেশের কর্মক্ষেত্র স্কুল-কলেজ এবং এমন কিছু জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে অনেক মানুষ ভিড় জমায়।

যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করেন বা যারা ইউটিউবার তাদের ইউটিউবিং লাইফেও এই ভাইরাসের প্রভাবটা এখন থেকে পড়তে চলেছে।

ইউটিউব আমাদেরকে কিছুদিন আগেই জানিয়ে দিয়েছে, করনা ভাইরাসের কারণে তাদের অফিশিয়াল ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত স্টাফ কর্মরত ছিল তারা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে এবং একটি অটোমেটেড মেশিন লার্নিং সিস্টেমের সাহায্যে ইউটিউব এর অ্যানালাইটিকসের কাজগুলো পরিচালনা করা হচ্ছে।

মূলত এই কারণে যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তাদের চ্যানেল অনেকটা হুমকির মুখে পড়ে যাবে।

উদাহরণস্বরূপ: আগে আমাদের ইউটিউব ভিডিওতে যদি কেউ রিপোর্ট করত তখন ইউটিউবে কর্মরত স্টাফ বা ইউটিউব টিম সেটার রিভিউ করার পর আমাদের চ্যানেলে স্ট্রাইক দিত বা আমাদের ভিডিও রিমুভ করে দিত।

কিন্তু এই সমস্ত কাজগুলো এখন অটোমেটিক মেশিন করার কারণে অনেক ধরনের সমস্যা কনটেন্ট ক্রিয়েটরের হতে পারে।
হয়তো আপনার চ্যানেলে ভুলভাল স্ট্রাইক চলে আসতে পারে, আপনার ভিডিও রিমুভ হয়ে যেতে পারে এমন কিছু কারণে যে কার্যক্রম আপনি আদৌ করেননি।

এক কথায় বলতে পারেন আপনাকে এমন কিছু ভুলের শাস্তি দিবে যে ভুল গুলো আপনি করেননি।

তো, এই কারণে ইউটিউব কর্তৃপক্ষ সকল কনটেন্ট ক্রিয়েটর দের সতর্ক থাকতে বলেছে এবং বারবার নিজেদের ভিডিওগুলো রিভিউ করতে বলা হয়েছে যাতে করে কোন ভিডিও রিমুভ হয়ে গেলে আপনি বুঝতে পারেন।
এই সমস্যাটা হয়তো কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে।

তো, সকল কনটেন্ট ক্রিয়েটর দের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো এখন থেকে কিছুদিন নিজেদের ভিডিওগুলো নিজেরাই এনালাইটিক্স করুন, কোন ভিডিওটা বিনা কারণে রিমুভ হয়ে গেল সেগুলো ফিক্স করে রাখুন এবং ইউটিউব এর কাছে আপিল করে রাখুন। পরবর্তীতে সমস্যাটা ঠিক হলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার সমস্যার সমাধান করে দিবে।

COVID-19
Submit Your Site To The Web's Top 50 Search Engines for Free!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ